১০০ দিনের টাকা নয়, চুরি আটকেছে বিজেপি!

হুগলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। নির্বাচনী প্রচারের প্রেক্ষাপটে চলছে আক্রমণ-পাল্টা আক্রমণ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
34


নিজস্ব সংবাদদাতা : নির্বাচনী প্রচারের প্রথম দিনেও কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এবার হুগলির জাঙ্গিপাড়ায় ভোট প্রচারে গিয়ে পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে বাংলার ১০০ দিনের টাকা নয়, বিজেপি তৃণমূলের চুরি আটকেছে। সেই সঙ্গে মমতা বন্দ্যেপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ''এতদিন পঞ্চায়েত দেখিনি বলেছেন মমতা, তাহলে এতদিন কী দেখছিলেন ভূত? গোটা গ্রামে কাঁচা বাড়ি। শুধু তৃণমূল নেতার প্রাসাদ সমান বাড়ি।দলতন্ত্র নিপাত যাবে বলে অনেক স্বপ্ন দেখিয়ছিলেন মমতা।''  কংগ্রেস- সিপিএমের সঙ্গে তৃণমূলের সেটিংয়ের অভিযোগও তুলেছেন শুভেন্দু।