নির্দলে! বহিষ্কৃত ৪৩ জন

নির্দল কাঁটায় বিদ্ধ তৃণমূল। দলের কড়া বার্তার পরেও মনোনয়ন প্রত্যাহার না করায় নির্দলে দাঁড়ানো দলীয় কর্মীদের বহিষ্কার করল তমলুক জেলার তৃণমূল কংগ্রেস।

author-image
Pallabi Sanyal
New Update
123

  নিজস্ব প্রতিনিধি, তমলুক :  নির্দল কাঁটা পিছু ছাড়ছে না শাসক দলের। দলের নির্দেশ মেনে মনোনয়ন না তোলায় কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। একের পর এক জেলায় নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়া তৃণমূল কর্মীদের বহিষ্কার করছে দল। একই পদক্ষেপ তমলুক সাংগঠনিক জেলাতেও।

চাকরির খবর : পাঞ্জাবি ভাষায় দক্ষতা আছে? এখনই Apply করুন

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠক করে এই সমস্ত তৃণমূল নেতৃত্বকে বহিষ্কার করার কথা ঘোষণা করলেন জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সৌমেন মহাপাত্র। যাদের মধ্যে রয়েছে নন্দীগ্রাম বঙ্গ জননী কমিটির ব্লক প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন, নন্দীগ্রাম দুই ব্লকের সদস্য সঞ্চিতা প্রধান দে, আফসানা বিবি, এবং কাজীহার সহ মোট ৪৩ জন দলীয় নেতৃত্ব।

চাকরির খবর : মারাঠি ভাষা লিখতে ও বলতে পারেন? এখনই Apply করুন