এবারে জিতে গেলেন সুজাতা

সুজাতা মণ্ডল বাঁকুড়ায় জেলা পরিষদের প্রার্থী ছিলেন। জিতে গেছেন। সামনে লোকসভা নির্বাচন। কী ভাবছে তৃণমূল? সৌমিত্র খাঁর বিপরীতে কি দাঁড়াতে পারেন সুজাতা? পঞ্চায়েতে জয়ের পর উঠছে প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
112

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হতাশ হতে হলেও পঞ্চায়েত নির্বাচনে ধরা দিল জয়। কথা হচ্ছে সুজাতা মণ্ডলের।   বাঁকুড়ার জয়পুর ব্লকের একটি জেলা পরিষদের ৪৪ নম্বর আসনে ১৮০০০ ভোটে জয় পেলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিক্র খাঁর প্রাক্তন ঘরনী।২০২১ সালে বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে তাঁকে প্রার্থী করে তৃণমূল। কিন্তু সেবার তিনি জিততে পারেননি। তাই এবারে মাটি কামড়ে পড়েছিলেন। জয়ের জন্য যা য়া দরকার করে গিয়েছেন নিরলসভাবে। দুয়ারে দুয়ারে গিয়ে সেরেছেন প্রচার। শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের দাম পেলেন। তবে জয় নিয়ে এক প্রকার নিশ্চিত ছিলেন সুজাতা।জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এক দম প্রত্যাশিত ছিল।জানতাম মানুষ জিতিয়ে দেবে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। এই জয় গণতন্ত্রপ্রেমী তৃণমূলের জয়।’’