দিনহাটায় পর পর শ্যুটআউট, জখম বিজেপি কর্মী

৮ জুলাই, সকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এই নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বাংলা জুড়ে। ভোটের দিন ফের দিনহাটায় চলল গুলি। ভোট না দিয়েই ফিরে গিয়েছেন বহু ভোটার। 

author-image
Ritika Das
New Update
panchayat 6.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দিনহাটায় পর পর শ্যুটআউট। যার জেরে গুলিবিদ্ধ হলেন বিজেপির এক কর্মী। জখম হয়েছেন আরও এক। দিনহাটার বুথের বাইরে চলল গুলি। জানা গিয়েছে, সেখানে ১৮৮ নম্বর বুথের সামনে চলে গুলি। যার ফলে স্থগিত হয়ে যায় ভোট গ্রহণ পর্ব। পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023)  আগে থাকতেই হিংসার হটস্পট ছিল কোচবিহার। ভোটের দিনেও ঘটল হিংসার ঘটনা। 

এদিন দিনহাটার ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতে চলল গুলি। এই ঘটনায় জখম হন এক বিজেপি কর্মী। এই ঘটনার পর ওই বুথে ভোট গ্রহণ পর্ব স্থগিত হয়ে যায়। শনিবার সকাল থেকেই ভোট দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছিল। কিন্তু গুলি চালানোর পর থেকে বুথ সংলগ্ন এলাকা অনেকটাই খালি হয়ে গিয়েছে। এই ঘটনার পর আতঙ্কিত ভোট কর্মীরা।