নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া : পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর অঞ্চলের রাধাকৃষ্ণপুর গ্ৰামের ২০৩ নম্বর বুথে শান্তিপূর্ণ ভোট হওয়ার পর গভীর রাতে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ কর্মী এবং ভোট কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের অভিযোগের তীর আইএসএফের কর্মীদের বিরুদ্ধে। আইএসএফের কর্মীদের অভিযোগ, 'রাতের অন্ধকারে বাইরে থেকে শাসক দলের দুষ্কৃতীরা এসে মারধর করে।হুমকি দেয়।আমরা গোটা গ্রামবাসীরা এসে প্রতিরোধ গড়ে তুলি।পরে দেখতে পাই যে কে বা কারা ব্যালট বাক্স পুকুরে ফেলে দেয়। সকালবেলা পুলিশ এসে ব্যালট বাক্স পুকুর থেকে তুলে নিয়ে যায়। আমরা এখনো আতঙ্কের মধ্যে রয়েছি আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা পুনরায় ভোট চাই।' যদিও তৃণমূল পাল্টা অভিযোগ করে, আইএসএফ বহিরাগত দুষ্কৃতী এনে এলাকা উতপ্ত করে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে। তবে ব্যালট বাক্স ফেলে দেওয়ার ঘটনা তাদের জানা নেই।ঘটনায়,আক্রান্ত হয়েছেন কর্তব্যরত প্রিসাইডিং অফিসার ও একজন পুলিশ অধিকারিক।দুজনেই পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন।