Exclusive : ভরসার পাত্র ৮৩-র তরুণ!

বয়স সংখ্যা মাত্র। তবে, বয়সের ভারে থেমে থাকে না কিছু। না হলে প্রৌঢ়া জয় পায় ভোটে? এখনও মানুষ ৮৩-র তরুণেই ভরসা রেখেছে পঞ্চায়েত নির্বাচনে। তৃণমূল প্রার্থী হিসেবে পান্ডবেশ্বরে ভোটে লড়েছিলেন পতন যাদব।

author-image
Pallabi Sanyal
New Update
124

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের পাণ্ডবেশ্বর ব্লকেও  তৃণমূলের বিজয় অব্যহত ।এবারের এই এলাকার সকলের নজর ছিল নবগ্রাম পঞ্চায়েতের সবথেকে প্রবীণ তৃণমূল প্রার্থীর দিকে। নবগ্রাম পঞ্চায়েতের ১৩০ নম্বর বুথের প্রার্থী ৮৩ বছর বয়সী পতন যাদব। তিনি নির্বাচনে ৪৩২ ভোটে জয়লাভ করেছেন ।  তিনি বিরোধী দলের সিপিএম প্রার্থীকে ৩৭৩ ভোটে পরাজিত করেন।  নবগ্রামের বাসিন্দা প্রবীণ তৃণমূল প্রার্থী পতন যাদব জানিয়েছেন যে তিনি মূলত বেনারসের চান্দাউলির বাসিন্দা। ১৯৬৩ সালের আগস্ট মাসে তিনি যখন বাংলায় আসেন, তখন থেকেই তিনি বাংলাকে পছন্দ করতেন।
তিনি তার কাজের ভিত্তিতে জনগণের আস্থা অর্জন করেছেন। সিপিএম প্রার্থী পেয়েছেন মাত্র ৫৯ টি ভোট।  তিনি জানান, তার ৬০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে।  যতদিন জীবন আছে ততদিন সমাজসেবার ব্রত নিয়েছি।  তিনি ১৯৯৩ সাল থেকে ৯৮ সাল পর্যন্ত আরজেডিতে ছিলেন।  এই সময়ে তিনি শ্রমিক সংগঠন হিন্দ মজদুর সভাকে সমর্থন করতেন।  তাঁর সমর্থনে নবগ্রাম পঞ্চায়েত থেকে তাঁর প্রার্থী চারবার পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন। ১৯৯৮ সালে, তিনি নিজে আরজেডি থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচনে জিতেছিলেন।  ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন।  পাঁচ বছর আগে তিনি তৃণমূলে যোগ দেন।  তার অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে দল তাকে পঞ্চায়েত থেকে টিকিট দিয়েছে।  এবারও তিনি দলের প্রত্যাশা পূরণ করেছেন।  জীবনের শেষ সময়টা তিনি জনসেবায় কাটিয়ে দিতে চান।   তিনি নিজের জয়ে যতটা খুশি, তার চেয়ে বেশি খুশি তার সমর্থকরা।