নিজস্ব সংবাদদাতা : দফা বাড়ানোর দাবিতে সোমবারই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মামলার শুনানি আগামীকাল। তার আগেই দূর হল সংশয়। যে বাহিনীর ইস্যু নিয়ে আদালতে গিয়েছিলেন কংগ্রেস নেতা সেই বাহিনীর সমস্যা আর রইল না। ফলে অধীরের মামলার গতি প্রকৃতি কী হতে চলেছে বা এই মামলার প্রয়োজনীয়তাই বা কি উঠছে প্রশ্ন।
কারণ ৮২২ কোম্পানির মধ্যে বাকি থাকা ৪৮৫ কোম্পানি বাহিনীও কেন্দ্রের সম্মতিতে আসতে চলেছে রাজ্যে। সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলার শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দেয় কমিশন। কেন্দ্রের তরফে জানানো হয় যে বাকি বাহিনীও পাঠানো হবে। ফলে বাহিনী সঙ্কট আর রইল না। সেক্ষেত্রে দফা বাড়ানোর কি প্রয়োজন। এক দফাতেই ভোট। চূড়ান্ত উত্তর।