সস্ত্রীক ভোট দিলেন মন্ত্রী

সকাল থেকে ঝমঝমিয়ে শুরু বৃষ্টি। এদিকে আজ রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। ছাতা মাথায় ভোট দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। তারপর কী বললেন তিনি?

author-image
Pallabi Sanyal
New Update
123

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : শনিবার সকাল থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার সবংয়ে (Sabang)।এমনকি সবং ব্লকের ১৩ নং বুথ  ভিকনী নিশ্চিতপুর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে জল পর্যন্ত জমা হয়ে গিয়েছে। আর সেই মুষলধারে বৃষ্টির সময় ছাতা মাথায় সস্ত্রীক ভোট দিলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া (Manash Ranjan Bhuiya)
এদিন সবং ব্লকের ১৩ নং বুথে ভোট দিলেন মানস রঞ্জন ভুঁইয়া। ভোট দিয়ে তিনি বলেন, ''প্রচন্ড বৃষ্টি হচ্ছে।তার মধ্যেই মানুষজন ভোট দিতে এসেছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে।'' তবে বিরোধীরা অভিযোগ করছে, সবং জুড়ে ছাপ্পা ভোট হচ্ছে। মানস রঞ্জন ভুঁইয়া বলেন, ''এই মুহুর্তে আমাদের দুজন কর্মী আহত।তারা হাসপাতালে। অভিযোগ ভিত্তিহীন।''