লক্ষ্মীর ভাঁড়ে ভোট!

লক্ষ্মীর ভাঁড়কে সামনে রেখে কি টার্গেট মহিলা ভোট! তৃণমূলের অভিনব প্রচার নিয়ে উঠছে প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
১২৪৩



নিজস্ব প্রতিনিধি, মালদা : মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এবারে মুখ্যমন্ত্রীর সেই প্রকল্পকে সামনে রেখে লক্ষ্মীর ভাঁড় নিয়ে অভিনব নির্বাচনী মিছিলে অংশ নিলেন শতাধিক মহিলা। মঙ্গলবার মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জহুরপুর, খাসপাড়া, মডেল কলোনি সহ একাধিক এলাকায় অনুষ্ঠিত হয় এই নির্বাচনী মিছিল। নির্বাচনী মিছিলে শতাধিক মহিলা লক্ষ্মীর ভাঁড় হাতে নিয়ে আবার কেউ মাথায় নিয়ে অংশ নেন।

মারাঠি ভাষা লিখতে ও বলতে পারেন? এখনই Apply করুন

 জানা যায়, যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিনূর খাতুন এবং ১৪ নম্বর আসনের প্রার্থী সরিফুন নিসার সমর্থনে গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাঁড় নিয়ে এই নির্বাচনী মিছিলে অংশ নিয়েছিলেন। তৃণমূল প্রার্থীরা জানান আজ ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার। তার পাশাপাশি দিকে দিকে উন্নয়ন। তাই মানুষ তৃণমূলের পাশে আছে। তা দেখে বিরোধী প্রার্থীরা ভয় পেয়েছে। তাই ভোটের মুখে স্থানীয় কংগ্রেস প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছে। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী।