অকারণ জটলা! অশান্তি পাকানোর চেষ্টা! বার বার সতর্ক করার পরেও জটলা জায়গায় জায়গায়। ছত্রভঙ্গ করতে লাঠি চালালো পুলিশ। পূর্ব মেদিনীপুরে এভাবেই পরিস্থিতি সামাল দিল পুলিশ।
নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর : উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। মাতঙ্গিনী ব্লকের ডিমারী বাজারে পুলিশের লাঠিচার্জ। অবৈধ জটলা-উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করার কারণে পুলিশের লাঠিচার্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়।প্রথমে মাইকিং করা হয়েছিল তাতেও ফেরেনি হুঁশ। গণনার দিনে জটলা করে লাঠির ঘা খেতে হল।