নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনে যেন যত কাণ্ড ঘটছে ভাঙড়ে। আলোচনার কেন্দ্র বিন্দুতে জায়গা করে নিয়েছে ভাঙড়। অশান্তি নিত্য দিনের ঘটনা। আর এবার পালা বদলের লড়াইতেও এগিয়ে ভাঙড়। শনিবার নির্বাচন। তার আগে মঙ্গলবার আইএসএফ ছেড়ে ৩০০ জন যোগ দিল তৃণমূলে। প্রসঙ্গত, এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে এক পদযাত্রার আয়োজন করে তৃণমূল। পদযাত্রা শেষে কাটাডাঙ্গা গ্রামের প্রায় ৩০০ আইএসএফ কর্মী হাতে তৃণমূলের পতাকা তুলে নেয়।
এই ঘটনায় ভাঙড়ে তৃণমূলের হাত আরো শক্ত হল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে, দলবদলুরা স্বেচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হল না নেপথ্যে রয়েছে কোনো চাপ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।