আগ্নেয়াস্ত্র! পাচার না সন্ত্রাস?

পঞ্চায়েত নির্বাচনের মুখে আগ্নেয়াস্ত্র উদ্ধার যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কীভাবে জেলায় জেলায় উদ্ধার হচ্ছে প্রচুর পরিমাণ অস্ত্র? ভোট কি আদৌ নির্বিঘ্নে হবে? উঠছে প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১২৩

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চলছে টহলদারি। আর টহলদারির সময় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। ভয়ের পরিবেশ তৈরির জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরা নাকি পাচারের ছক? 

শনিবার রাতে টহলদারির সময় মহাল গ্রামের হাটতলা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও কার্তুজ । ধৃতের নাম শেখ আশরাফ । মহাল গ্রামে ওই ব্যক্তির বাড়ি । পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে ।  রবিবার ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । কী কারনে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিলেন সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন । সেই জন্য ধৃতকে হেফাজতের নেওয়ার আবেদন জানানো হবে বলে পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক জানান ।