২৪ জুলাই! শুরু প্রস্তুতি

পঞ্চায়েত নির্বাচন মিটে গেলে এ মাসেই রয়েছে আরো এক নির্বাচন। প্রস্তুতি তুঙ্গে।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
1233

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পাখির চোখে পঞ্চায়েত নির্বাচন। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত দখলের লড়াই। এরপরই রয়েছে আরো এক নির্বাচন। ২৪ জুলাই হতে চলেছে রাজ্যসভার ভোটগ্রহণ। মূলত সাংসদ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায়ের। সেই জায়গা ভরাতেই এই নির্বাচন। ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের পরিষদীয় দলের।  আগামী ৬, ৯  ও ১০ জুলাই যার যেদিন সুবিধা সেই অনুযায়ী দলের  বিধায়কদের বিধানসভায় আসার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।  রাজ্যসভার ভোটে তৃণমূল প্রার্থী দেবে ৬ জন। যাদের মেয়াদ শেষ হচ্ছে তারাই প্রার্থী হবেন নাকি নতুন মুখ দেখা যাবে সেটাই এখন দেখার। এদিকে পদের মেয়াদ বাড়ছে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যেরও। সেখানেও হবে ভোট। এছাড়া লুইজিনহো ফেলেইরো সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। শূন্যপদ ভরাট করতে কাকে প্রার্থী করবে তৃণমূল, পঞ্চায়েত নির্বাচন শেষ হলে আলোচনার কেন্দ্রে থাকবে এই বিষয়টি।আগামী ১২ জুলাই রাজ্যসভার ভোটে মনোনয়ন দিতে চলছেন তৃণমূল প্রার্থীরা। তার আগে দরকার প্রস্তাবকদের সাক্ষর। এদিকে পার্থ চট্টোপাধ্যায়, জীবন কৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্যরা বর্তমানে কারাবন্দি। তারাও বিধায়ক। সেক্ষেত্রে তারা কি পারবেন ভোট দিতে? আদালত এ বিষয়ে কী নির্দেশ দেয় সেটাও দেখার।