মঙ্গলে গণনা! কার দখলে পঞ্চায়েত?

রাত পেরলোই সেই দিন। কার দখলে যাবে পঞ্চায়েত? শাসক না বিরোধী? টানটান উত্তেজনা। যে পরিমাণ অশান্তি হয়েছে তাতে ফলাফল কী হবে একটাই প্রশ্ন। পঞ্চায়েতের দখল যাবে কার হাতে? সকাল হলেই শুরু গণনা।

author-image
Pallabi Sanyal
New Update
1234

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : পরীক্ষা শেষ। এবার রেজাল্টের পালা। অশান্তিকে সঙ্গী করেই ২০২৩-এর পঞ্চায়েত ভোট পর্ব সম্পন্ন হল সোমবার। মঙ্গলেই গণনা। সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা। পঞ্চায়েত দখলের লড়াইতে কে থাকবে এগিয়ে, আর কে যাবে পিছিয়ে তা নিয়ে টানটান উত্তেজনা। জয় নিয়ে আশাবাদী শাসক-বিরোধী-উভয় দলই। জানা যাচ্ছে, আগামীকাল প্রথমে গণনা হবে ইডি (ইলেকশন ডিউটি) ভোটের। এরপর একে একে গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ব্যালট গণনা হবে। রাজ্যে মোট ৩৩৯টি জায়গায় গণনা হবে। সবচেয়ে বেশি গণনা কেন্দ্র থাকছে দক্ষিণ ২৪ পরগনায়। গণনা চলবে ২৮টি কেন্দ্রে। সেখানে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য সশস্ত্র পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে চলবে কাউন্টিং।থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরাও।গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রত্যেক প্রার্থী ও একজন করে কাউন্টিং এজেন্ট। স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।