নিজস্ব সংবাদদাতা : পরীক্ষা শেষ। এবার রেজাল্টের পালা। অশান্তিকে সঙ্গী করেই ২০২৩-এর পঞ্চায়েত ভোট পর্ব সম্পন্ন হল সোমবার। মঙ্গলেই গণনা। সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা। পঞ্চায়েত দখলের লড়াইতে কে থাকবে এগিয়ে, আর কে যাবে পিছিয়ে তা নিয়ে টানটান উত্তেজনা। জয় নিয়ে আশাবাদী শাসক-বিরোধী-উভয় দলই। জানা যাচ্ছে, আগামীকাল প্রথমে গণনা হবে ইডি (ইলেকশন ডিউটি) ভোটের। এরপর একে একে গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ব্যালট গণনা হবে। রাজ্যে মোট ৩৩৯টি জায়গায় গণনা হবে। সবচেয়ে বেশি গণনা কেন্দ্র থাকছে দক্ষিণ ২৪ পরগনায়। গণনা চলবে ২৮টি কেন্দ্রে। সেখানে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য সশস্ত্র পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে চলবে কাউন্টিং।থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরাও।গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রত্যেক প্রার্থী ও একজন করে কাউন্টিং এজেন্ট। স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।