এবার অভিযোগ ভাংচুরের রাজনীতির!

বিরোধীদের ভয় দেখিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করানোর অভিযোগ আগেই উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা থেকে লুঠপাটের অভিযোগে পটাশপুরে কাঠগড়ায় তৃণমূল।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ভোটের রাজনীতি, বোমাবাজির রাজনীতি, মৃত্যুর রাজনীতির পর এবার অভিযোগ ভাংচুরের রাজনীতির। হাতে মাত্র তিনদিন। এখনও অশান্তি অব্যাহত। পঞ্চায়েত নির্বাচনের আগে শান্তির পরিবেশ কোথায়? রোজ দিনই লেগে রয়েছে নিত্য নতুন অশান্তির ঘটনা। এবারের ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের পটাশপুর। বড়হাটে বিজেপি প্রার্থীর বাড়িতে ভাংচুর চালানোর পাশাপাশি লুঠপাটের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। 
প্রসঙ্গত, রাতের অন্ধকারে হামলা চালানো হয়  পটাশপুর ১ নম্বর ব্লকের বড়হাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী শুভেন্দু মহাপাত্রর বাড়িতে। এমনকি পাম্পও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। 
এখন প্রশ্ন হল, পঞ্চায়েত নির্বাচনের তিন দিন আগে যদি এমন ঘটনা ঘটে তবে পঞ্চায়েত নির্বাচনের দিন কী হবে?