নিজস্ব সংবাদদাতা : অশান্তি যেন পিছু ছাড়ছে না ভাঙড়ের। মনোনয়ন পর্বের শুরু থেকেই ব্যাপক অশান্তির সাক্ষী থেকেছে এলাকাটি। পরিস্থিতি পরিদর্শনে ছুটে গিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাও যেন লাগাম টানা যাচ্ছে না সন্ত্রাসে। ভোটের তিন দিন আগে তাজা বোমার সন্ধান মিললো ভাঙড়ে। প্রায় ১০টি তাজা বোমা পাওয়া গিয়েছে ভাঙড়ের চণ্ডিহাটে। ভোটে অশান্তি করতেই কি বোমা মজুত করে রাখা হচ্ছে? উঠছে প্রশ্ন। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় একে অপরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত তৃণমূল ও আইএসএফ।