হরি ঘোষ, দুর্গাপুর : পঞ্চায়েত নির্বাচনে বুথ দখল এবং বিজেপি কর্মীদের খুনের প্রতিবাদে কাঁকসার খাঁট পুকুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। পথ অবরোধকে ঘিরে ব্যাপক উত্তেজনা।
নেতৃত্ব দিলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি সহ জেলা বিজেপি নেতৃত্বরা। রাজ্য পুলিশের বিরুদ্ধে এবং শাসক দলের বিরুদ্ধে খুন এবং সন্ত্রাসের অভিযোগ তুলে ব্যাপক আন্দোলন চলে। টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।