নিজস্ব প্রতিনিধি, কেশপুর : পঞ্চায়েত ভোটের শেষ মুহূর্তের প্রচার চলছে বিভিন্ন রাজনৈতিক দলের। এবার কেশপুর ব্লকের অন্তর্গত ১ নম্বর অঞ্চলের উরামি এলাকায় প্রচার সারলো বিজেপি। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৫৮ নম্বর আসনের বিজেপি প্রার্থী মমতা মাহাতোর সমর্থনে বিজেপির বাড়ি বাড়ি প্রচার। প্রচারে উপস্থিত ছিলেন কেশপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রবীণ হালদার ও ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তন্ময় দাস সহ বিজেপি নেতারা। বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস জানান, ''এলাকায় উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছায়নি। সাধারণ মানুষ তৃণমূলের প্রতি ক্ষুব্ধ, ভোট বাক্সে তার প্রতিফলন দেখা যাবে।''