ব্যালট জলে! শুভেন্দুর ওপর ঝাঁপিয়ে পড়লেন কুণাল

ব্যালট জলে! কারা ফেললো? তৃণমূল না বিজেপি? সংঘাতে জড়ালেন শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ। কে দায়ী? দোষ কার? সকাল থেকে জারি দুজনের ট্যুইট যুদ্ধ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ভোটে অশান্তি, দায়ী কে? সকালেই এ নিয়ে দড়ি টানাটানি চলেছে শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষের মধ্যে। একপ্রস্থ ট্যুইট যুদ্ধের পর ফের শুরু দ্বিতীয় পর্ব। শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে ব্যালট বাক্স লুঠের অভিযোগ তুলে একটি ভিডিও ট্যুইট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ব্যালট গুলোকে জলে ছুঁড়ে ফেলা হচ্ছে। এবার পাল্টা অভিযোগের ঝুলি নিয়ে ট্যুইট যুদ্ধের ময়দানে শুভেন্দুর ওপর ঝাঁপিয়ে পড়লেন কুণাল। তৃণমূলের মুখপাত্রের দাবি,  'হলদিবাড়ি দেওয়ানগঞ্জের একটি বুথ থেকে একটি ব্যালট বাক্স নিয়ে এক তরুণ বিজেপি কর্মীকে পালিয়ে যেতে দেখা গিয়েছে ভিডিওয়। অনুরূপ ঘটনা কোচবিহারের মাথাভাঙ্গার হাজরাহাট গ্রামে ঘটেছে। যেখানে বিজেপি কর্মীরা একটি ব্যালট বাক্স তুলে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রিলে রেসে জড়িত বলে মনে হচ্ছে।উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরে ব্যালট বাক্স চুরি করে বুথ থেকে পালিয়ে গিয়েছিল যা পরে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল যার স্ট্যাম্পযুক্ত ব্যালট পেপারগুলি পুরো জলে। জলপাইগুড়ির রাজগঞ্জে, বিজেপি কর্মীরা একটি বুথে ঢুকে ব্যালট বাক্সের ভিতরে জলের বোতল খালি করে।লোকেদের ব্যালট বাক্স চুরি করে কাছের জলাশয়ে ছুঁড়ে ফেলার জন্য প্ররোচিত করার পর। শুভেন্দু অধিকারী এখন নৈতিক উচ্চতা ধরে নিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ব্যালট বাক্স লুট করার অভিযোগ করছেন?তারা বলে যে কথার চেয়ে কাজগুলো বেশি জোরে কথা বলে, আর তার কাজগুলো কার্যত চিৎকার করে বলছে, 'আমিই আসল ব্যালট বাক্সের ডাকাত!' বিদ্রুপের প্রতি এমন অঙ্গীকার সত্যিই প্রশংসনীয়।'