পার্টি অফিসে ব্যালট বাক্স!

ব্যালট ছিনতাই! ব্যালট নিয়ে ধুন্ধুমার কাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলায়। দড়ি টানাটানি তৃণমূল-বিজেপির। শেষ পর্যন্ত কী হল? কেনই বা ব্যালটের স্থান হল পার্টি অফিসে?

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১২৪্

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ব্যালট বাক্স ভোট কেন্দ্র থেকে ছিনিয়ে নিয়ে পার্টি অফিসে নিয়ে যাওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। 'আমরা ব্যালট বাক্স সংরক্ষিত করে প্রশাসনের হাতে তুলে দিয়েছি'  দাবি তৃণমূলের যা নিয়ে সরগরম সবং। ভোট বন্ধ। ভোট কর্মীরা ফিরে গেলো এলাকা থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৫১ নং বুথ কানাইশোলে। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন এসে ছাপ্পা মারার জন্য ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে চলে যায়৷ এবং জল ঢেলে দেয়। প্রতিবাদ করতে গেলে ওরা হামলা চালায়৷ অপরদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি ছাপ্পা দেওয়ার জন্য ব্যালট বাক্স ছিনতাই করছিল। তৃণমূল তা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। আর এই ঘটনা নিয়ে উত্তেজনা শুরু হয় এলাকায়। মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী।বর্তমানে ভোট বন্ধ। ব্যালট বাক্স নিয়ে ভোট কর্মীরা এলাকা ছাড়লো।