নিজস্ব সংবাদদাতা : একের পর এক খুন। রাজ্যে ভোট উৎসবে সন্ত্রাসের বলি ৩০-এরও বেশি। আর এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত কটাক্ষ করলেন অধীর। তার প্রশ্ন, এক খুনে কি মমতা বন্দ্যোপাধ্যায় মহান হবেন?
বিরোধী দলের কর্মীদের মৃত্যুতে যেমন থানা ঘেরাও থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ক্ষমতা থাকলে তৃণমূলও থানা ঘেরাও করে দেখাক, প্রতিবাদ করুক বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অধীর। কংগ্রেস কর্মী লিয়াকত আলির মৃত্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা। তার দাবি, ভোট গণনার পরে হিংসা আরো বাড়বে। কোনো মানুষ যেন বাংলায় খুন না হয়, এটাই কাম্য। ভোট আসবে। ভোট যাবে। কিন্তু প্রাণ গুলো ফিরে আসবে না বলেও সুর চড়ান অধীর।নিলর্জ্জ প্রশাসন তৃণমূলের নির্দেশে উলঙ্গ দাসত্ব করেছে বলে বেনজির আক্রমণ শানান।