অতিরিক্ত বাহিনী! কোথায় কত কোম্পানি?

বাহিনী হিসেব সম্পন্ন। পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছে না কমিশন। অশন্তির বাতাবরণে ভোট। কড়া পাহাড়ার ব্যবস্থা।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : হাতে আর মাত্র ৪ দিন। তারপরই শুরু হবে একদফার পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। ইতিমধ্যেই কেটে গিয়েছে বাহিনী জট। দফায় দফায় হয়েছে বৈঠক। নির্বাচনের আগে যেভাবে রাজ্য জুড়ে অশান্তির বাতারণ তৈরি হয়েছে তাতে নির্বাচনের দিন নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছে না প্রশাসন থেকে কমিশন। ইতিমধ্যেই কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে সেই হিসেব কষে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে জারি থাকবে ১৪৪ ধারা। রাজ্যের ৭০ হাজার সশস্ত্র বাহিনী ও ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে নাকা চেকিং, এরিয়া ডমিনেশনে।  নজরদারিতে থাকবে ৮৫০০ মোবাইল ভ্যান।  প্রত্যেক বুথেই থাকবে সশস্ত্র বাহিনী। স্পর্শকাতর হলেই অতিরিক্ত বাহিনী  মোতায়েনের সিগন্যাল। রাজ্যে মোট বুথের  ৪ হাজার ৮৩৪ বুথকে স্পর্শকাতর বলে উল্লেখ করেছে কমিশন। বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৬ হাজার সশস্ত্র বাহিনী। ভোটকর্মীদের তথ্য যাতে গোপন থাকে, সেই দায়িত্ব দেওয়া হয়েছে এনআইসি-কে। এছাড়াও থাকবে বুথে বুথে সিসিটিভির নজরদারি। কিছু বুথে আবার থাকবে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা। এখন দেখার কড়া নিরাপত্তার মাঝে ভোট শান্তিপূর্ণ হয় নাকি অশান্তি জারি থাকে।