যদিও এবার পুজোয় বৃষ্টি হওয়ার কথা নেই কিন্তু আবহাওয়ার উপর ভরসা করা দায়। আর তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও সারা বছর লেগে থাকে। অনেকক্ষণ টাইট পোশাক পরে থাকলে ঘাম বেশি হয় সেই সঙ্গে শরীরেরও কষ্ট হয়। একই সঙ্গে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়। আর তাই ঢিলেটালা পোশাক পরুন কেনার সময়ও তাই মাথায় রাখুন।

পুজোর জামা কিনতে গিয়ে অনেকেই উইন্টার কালেকশন কিনে ফেলেন। এবার বিশেষ কোনও জামার উপর শ্রাগ বা জ্যাকেট চাপিয়ে ফ্যাশন করতে গেলে পুজোতে আপনারই কষ্ট। ডেনিমের একেবারে পাতলা জ্যাকেট কিংবা সুতির প্রিন্টেড জ্যাকেট দেখতে খুবই ভাল লাগে। তবে তা ডিসেম্বরের শুরুর জন্য রাখুন। পুজোতে নয়।

সুতির পোশাকের কোনও বিকল্প হয় না। এতে ত্বক ও স্বাস্থ্য দুই বজায় থাকে। আর তাই সুতির পোশাক পরুন। ভাল মানের সিন্থেটিক থেকেও হতে পারে সমস্যা। ৯০ শতাংশ সুতির পোশাক কেনার চেষ্টা করুন। এতে ত্বকে একজিমার সমস্যাও এড়ানো যায়।