শাড়ি

ব্লাউজের পাশাপাশি আজকাল হাকোবা শাড়িরও চাহিদা বাড়ছে ক্রমশ, সবচেয়ে বড় কারণ, আরাম। ক্রান্তীয় জলবায়ুতে এই ম্যাটেরিয়াল পরলে ফুরফুরে লাগে।

হাকোবা ড্রেস

নানা রঙের নি লেন্থ, অথবা হাকোবা ম্যাক্সি ড্রেস পরতে পারেন পুজোয়। সঙ্গে মানানসই ব্যাগ, গয়না পরলেই পুজোর সাজে ১০০য় ১০০!

কুর্তি-পালাজো, সালোয়ার স্যুট

দূর থেকে দেখতে চিকনকারির মতো লাগলেও আরও বেশি আরামদায়ক হাকোবা সালোয়ার বা কুর্তি। ষষ্ঠী সপ্তমীর সকালে হাকোবা কুর্তি, আর অষ্টমী নবমীর রাতে জমকালো হাকোবা সালোয়ার স্যুট কিন্তু ভালোই জমবে।