'মিশাইল ম্যান'

১৯৩৬ সালের আজকের দিনেই তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং 'মিশাইল ম্যান' এপিজে আবদুল কালাম। তাঁর হাতেই ভারতের পরমাণু গবেষণা এক অন্যমাত্রা পেয়েছিল। ছয়ের দশকে শুরু হয়েছিল তাঁর কর্মজীবন। ১৯৯৭ সালে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। দেশের একাদশ রাষ্ট্রপতি হিসাবে ২০০২ সালে ২৫ জুলাই শপথ নিয়েছিলেন তিনি। ২০১৫ সালের ২৭ জুলাই প্রয়াত হন Wings Of Fire, ইন্ডিয়া ২০২০-এর লেখক।

ডিঙি নৌকায় বিশ্বভ্রমণ

১৯৮৮ সালের আজকের দিনেই তা সম্ভব করে দেখিয়েছিলেন এক ভারতীয়। তিনি উজ্জ্বলা পাটিল ধর। ১৯৮৭ সালের ১৩ জুন যাত্রা শুরু করেন উজ্জ্বলা।

অসামরিক বিমান পরিবহণ

১৯৩২ সালে এই দিনেই ভারতের আকাশে শুরু হয়েছিল অসামরিক বিমান পরিবহণ। যাঁর প্রথম পাইলট ছিলেন জাহাঙ্গিরজি রতনজি দাদাভাই টাটা। যিনি সবার কাছে জেআরডি বলেই পরিচিত ছিলেন। আমেদাবাদ থেকে মুম্বই গিয়েছিল ভারতের প্রথম উড়ান।