গত ২১ ডিসেম্বর থেকে ‘চিল্লা-ই-কালান’ (কাশ্মীরের প্রবল ঠান্ডার ৪০ দিন, স্থানীয়রা সেই নামে ডাকেন) শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহেও গুলমার্গ-সহ কাশ্মীরের একাধিক পর্যটন কেন্দ্র ‘ন্যাড়া’ হয়ে থাকায় দুশ্চিন্তায় ভুগছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবেশবিদ, পর্যটন ব্যবসায়ীরা।