শর্ট ট্রিপে ঘুরে আসুন দলমা পাহাড়, রইল ভিডিও

সপ্তাহান্তের ছুটি হোক বা যেকোনো সময়, ভাবছেন কাছাকাছি কোথায় যাওয়া যায় হাওয়া বদলের জন্য? ঘুরে আসুন দলমা পাহাড়। এএনএম নিউজের সঙ্গে ভার্চুয়ালি ট্যুর করুন। দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
েো্ে্

দিগ্বিজয় মাহালী, ঝাড়খণ্ড : ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিং ভূম জেলার অন্যতম পরিচিত নাম হলো "দলমা পাহাড়"। এই দলমা পাহাড়ের নাম কে না জানে? দাঁতাল হাতির জন্য বিখ্যাত।প্রচুর জাতি পাহাড়ি নদী ধরে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের জেলা গুলিতে চলে আসে। সমতল থেকে দলমা পাহাড়ে উঠতে সময় লাগে প্রায় এক ঘন্টা। রাস্তা মোটামুটি ঠিক আছে।তবে পারদর্শী ড্রাইভার নেওয়াই ভালো। আর এই দলমা পাহাড়ের ওপরে গুহায় রয়েছে শিব মন্দির। শিব চতুর্দশীতে প্রচুর ভক্তদের সমাগম হয়৷ তাছাড়াও গ্রীষ্মকাল বাদে সারা বছর পর্যটকদের ভিড় থাকে। দেখে নিন ভিডিও।