বাংলা সিনেমায় আজও অমলিন রবি ঠাকুরের গান

এখনও বাংলা সিনেমায় অমিল রবি ঠাকুরের গান । জেনে নিন বর্তমানে কোন কোন ছবিতে ব্যবহৃত হয়েছে রবি ঠাকুরের গান ।

author-image
আপডেট করা হয়েছে
New Update
rabindran(1)


নিজস্ব সংবাদদাতাঃ সিনেমায় আমরা যতই হিন্দি বা বাংলা গান শুনি না কেন এখন পর্যন্ত রবীন্দ্র সংগীতের রয়েছে আলাদা স্থান।  এখনও বহু সিনেমায় ব্যবহৃত হয় রবিঠাকুরের গান। বিশ্বকবির জন্মদিনে আজ  দেখেনিন এখনও পর্যন্ত কোন কোন ছবিতে ব্যবহৃত হয়েছে রবি ঠাকুরের গান।  

১. মেঘে ঢাকা তারা ছবিতে রবি ঠাকুরের যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে গানটি শোনা যায়।
২. সত্যজিৎ-এর অন্যতম জনপ্রিয় কাজ ‘চারুলতা’ সিনেমায় ‘ফুলে ফুলে ঢোলে ঢোলে' বা  ‘আমি চিনি গো চিনি তোমারে' গানটি অমল ও চারুলতার যে প্রেমের মুহূর্ত তা আপামর সিনেমা প্রেমী বাঙালী জীবনেও ভুলবে না।

৪. সৃজিত মুখার্জির সিনেমা রাজকাহিনী ছবিতেও ব্যবহৃত হয়েছে কবিগুরুর ভারত ভাগ্য বিধাতা গানটি। এই গানের প্রথম স্তবক আমাদের জাতীয় সঙ্গীত।

৫. চতুষ্কোণ ছবিতে শ্রীকান্ত আচার্যের গলায় চিরসখা হে গানটি মনের শান্তি এনে দেয়।

৬. বেলাশেষে ছবিতে গান থাকলেও তুমি তবে নীরবে গানটি   আলাদা মাধুর্য এনে দিয়েছে। 


উল্লেখ্য , সিনেমায় যতই নানা ধরনের গান শুনি না কেন আমরা হিন্দি বলুন বা বাংলা দুই জায়গার সিনেমাতেই রবীন্দ্র সংগীতের বিশেষ স্থান আছে।