‘দেশরক্ষার জন্য আমি আমার সিঁদুর পাঠাচ্ছি’, নববধূর এই কথায় এখন শক্তি জওয়ান মনোজ ধ্যানেশ্বর পাতিলের
BREAKING : মাদ্রাসার ছাত্রদের নিয়ে যুদ্ধ করবে পাকিস্তান ! ফের বিতর্কিত মন্তব্য করলেন
BREAKING : পাকিস্তানের ড্রোন ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ! রাজৌরির সীমান্তবর্তী এলাকা খালি করছেন বাসিন্দারা
BREAKING : ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ৬ জুন পর্যন্ত হাজতবাসের নির্দেশ দিল কোর্ট !
BREAKING : কাশ্মীরে অবস্থানরত ছাত্রদের জন্য বড় ঘোষণা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু !
BREAKING : ১৫ই মে পর্যন্ত গুজরাটে নিষিদ্ধ করা হল আতশবাজি ও ড্রোন !
BREAKING : অপারেশন সিঁদুর নিয়ে বড় কোনও ঘোষণা ? ফের প্রেস ব্রিফিং আজ বিকেল ৫টা ৩০মিনিটে
ভারত পাকিস্তান উত্তেজনায় পাঞ্জাব জুড়ে আতঙ্কের পরিবেশ! নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করতে শুরু করেছে স্থানীয়রা
কেন ভারতের ড্রোন হামলা থেকে নিজেদের রক্ষা করল না পাকিস্তান! পাক প্রতিরক্ষা মন্ত্রীর আজব যুক্তিতে হেসে ফেটে পড়ল বিশ্ব

বাংলা সিনেমায় আজও অমলিন রবি ঠাকুরের গান

এখনও বাংলা সিনেমায় অমিল রবি ঠাকুরের গান । জেনে নিন বর্তমানে কোন কোন ছবিতে ব্যবহৃত হয়েছে রবি ঠাকুরের গান ।

author-image
আপডেট করা হয়েছে
New Update
rabindran(1)


নিজস্ব সংবাদদাতাঃ সিনেমায় আমরা যতই হিন্দি বা বাংলা গান শুনি না কেন এখন পর্যন্ত রবীন্দ্র সংগীতের রয়েছে আলাদা স্থান।  এখনও বহু সিনেমায় ব্যবহৃত হয় রবিঠাকুরের গান। বিশ্বকবির জন্মদিনে আজ  দেখেনিন এখনও পর্যন্ত কোন কোন ছবিতে ব্যবহৃত হয়েছে রবি ঠাকুরের গান।  

১. মেঘে ঢাকা তারা ছবিতে রবি ঠাকুরের যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে গানটি শোনা যায়।
২. সত্যজিৎ-এর অন্যতম জনপ্রিয় কাজ ‘চারুলতা’ সিনেমায় ‘ফুলে ফুলে ঢোলে ঢোলে' বা  ‘আমি চিনি গো চিনি তোমারে' গানটি অমল ও চারুলতার যে প্রেমের মুহূর্ত তা আপামর সিনেমা প্রেমী বাঙালী জীবনেও ভুলবে না।

৪. সৃজিত মুখার্জির সিনেমা রাজকাহিনী ছবিতেও ব্যবহৃত হয়েছে কবিগুরুর ভারত ভাগ্য বিধাতা গানটি। এই গানের প্রথম স্তবক আমাদের জাতীয় সঙ্গীত।

৫. চতুষ্কোণ ছবিতে শ্রীকান্ত আচার্যের গলায় চিরসখা হে গানটি মনের শান্তি এনে দেয়।

৬. বেলাশেষে ছবিতে গান থাকলেও তুমি তবে নীরবে গানটি   আলাদা মাধুর্য এনে দিয়েছে। 


উল্লেখ্য , সিনেমায় যতই নানা ধরনের গান শুনি না কেন আমরা হিন্দি বলুন বা বাংলা দুই জায়গার সিনেমাতেই রবীন্দ্র সংগীতের বিশেষ স্থান আছে।