২৫ নভেম্বর থেকে এই ঘুম শীতকালীন উৎসব শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। ঘুম রেলস্টেশন চত্বরে বসেছে এই উৎসবের আসর। তৃতীয়বারের জন্য এই উৎসবের আয়োজন করা হল।
২৫ নভেম্বর থেকে এই ঘুম শীতকালীন উৎসব শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। ঘুম রেলস্টেশন চত্বরে বসেছে এই উৎসবের আসর। তৃতীয়বারের জন্য এই উৎসবের আয়োজন করা হল।
নভেম্বর মানেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এমনকী সম্প্রতি শিলিগুড়ি শহর থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মাঝেমধ্য়ে। আর নভেম্বরে সেই কাঞ্চনজঙ্ঘা দেখার টানেই অনেকে পাহাড়ে ছুটে আসেন। তবে এবার এই সময় পাহাড়ে বেড়াতে এলে বাড়তি পাওনা ঘুম উইন্টার ফেসটিভাল।
গত বছরেও এই উৎসব উপলক্ষ্যে রাতে টয়ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছিল। স্পেশাল নাইট জয়রাইড। এবারও তার অন্যথা হচ্ছে না। সময়সারণীর জন্য ডিএইচআর ও নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
{{ primary_category.name }}