কফি স্ক্রাব
কফি যে দুর্দান্ত স্ক্রাবার সেটা সকলেই জানেন। এক চামচ কফির গুঁড়ো নিয়ে তাতে মধ্য এবং অলিভ অয়েল মিশিয়ে সেটা ঠোঁটে লাগিয়ে ঘষুন। তারপর হালকা গরম জলে ঠোঁট ধুয়ে ফেলুন।
কফি যে দুর্দান্ত স্ক্রাবার সেটা সকলেই জানেন। এক চামচ কফির গুঁড়ো নিয়ে তাতে মধ্য এবং অলিভ অয়েল মিশিয়ে সেটা ঠোঁটে লাগিয়ে ঘষুন। তারপর হালকা গরম জলে ঠোঁট ধুয়ে ফেলুন।
দুধে কয়েকটি গোলাপের পাপড়ি ভিজিয়ে সেটাকে বেটে নিন। তারপর ঠোঁটে সেটা লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।
এক চামচ চিনির সঙ্গে মধু বা নারকেল তেল মিশিয়ে নিন ভালো করে। তবে সেটাকে ঠোঁটে ভালো করে ঘষুন। ২-৩ মিনিট পরে ঠোঁট ভালো করে ধুয়ে নিন। এতে ঠোঁটের মৃত কোষ যেমন দূর হবে তেমনই নরম থাকবে।
{{ primary_category.name }}