চুলে পুষ্টি জোগাতে অত্যন্ত সাহায্য করে তেল। নিয়মিত মাথায় তেল মালিশ করলে চুলে সঠিক পুষ্টি জোগান পায়। চুল মোটা হয় এবং চুলের সমস্যা দূর হয়।

মাথায় তেল দেওয়া ব্রেইনের জন্যেও উপকারী। তেল মাখলে ব্রেইনে রক্ত চলাচল ভালো হয়। এবং মস্তিস্ক ভালো ভাবে কাজ করতে পারে। স্মৃতিশক্তি বাড়াতেও কার্যকরি তেল।

তেল না মাখলে হেয়ার ফসিলসিলস- এ পুষ্টি পৌঁছায় না। চুলের গোড়া মজবুত করতে তেল ভীষণ উপকারী। তাই চুল পড়া রোধ করতে নিয়ম করে তেল মাখুন।