পুজোর আগে ত্বক এক্সফোলিয়েট করতে এক চামচ চিনির সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে, গলায়, ঘাড়ে ভাল করে ঘষে করে নিন। ৩-৪ মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।
পুজোর আগে ত্বক এক্সফোলিয়েট করতে এক চামচ চিনির সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে, গলায়, ঘাড়ে ভাল করে ঘষে করে নিন। ৩-৪ মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।
এক মুঠো তুলসি পাতা বেঁটে রস বের করে তাতে এক চামচ লেবুর রস ও সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুজোর আগে অবধি প্রতিদিন মাখুন।
২ চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চামচ বেসন ও এক চিমটে হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগান। মিনিট পনেরো-কুড়ি অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ট্যানের সমস্যা দূর করতে এই প্যাক খুব জরুরি।
{{ primary_category.name }}