ছুটির দিনের ঠিকানা : হাতিখেদা মন্দির

সপ্তাহ শেষের ছুটিতে মন চাইছে বেড়াতে যেতে? ভাবছেন ২-১ দিনের ছুটিতে কোথায় যাবেন? ঝাড়খণ্ড হতে পারে আপনার ছুটির দিনের ঠিকানা। হাতিখেদা মন্দির অবস্থিত সে রাজ্যেই। ট্যুর করুন এএনএম নিউজের সঙ্গে।

author-image
Pallabi Sanyal
New Update
১১

নিজস্ব প্রতিনিধি : ঝাড়খণ্ড রাজ্যে যে সমস্ত মন্দির ও দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম জেলা হোলো পূর্ব শিং ভূম জেলা। এই জেলাতেও বহু ইতিহাস রয়েছে। বর্তমানে জামশেদপুর,রাঁচি,হাতিয়া,পুরুলিয়া এবং বাঁকুড়ার মানুষ যেই মন্দিরে ছুটে আসেন তা হোলো হাতিখেদা বাবার মন্দির। পূর্ব শিং ভূম জেলার বড়াম ব্লকের অন্তগর্ত এই হাতিখেদা মন্দির। প্রতিদিন হাজারের বেশ ভক্তের ভিড় থাকে৷ এই মন্দিরের প্রসাদ গর্ভবতী মহিলাদের খাওয়া নিষিদ্ধ বলেও জানা গিয়েছে। আপনি যদি কলকাতা বা খড়গপুর হয়ে এই মন্দিরে যান সড়কপথে, তাহলে খড়গপুর হয়ে আপনাকে জামশেদপুর রোড ধরতে হবে। তারপর জামশেদপুর শহরে ঢোকার আগে ডিমনা মোড় থেকে ডান দিকে ডিমনা লেক তারপর বোটা মোড়ের বামদিকে বড়াম। বড়ামের ডানদিকে ৪ কিমি গেলেই হাতিখেদা মন্দির।যদিও এই মন্দির থেকে ৮ কিমি দূরে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বর্ডার রয়েছে। কলকাতা থেকে ৩২০ কিমি এবং খড়্গপুর থেকে প্রায় ২১০ কিমি রাস্তা। ট্রেনে হাওড়া থেকে  খড়গপুর হয়ে জামশেদপুর স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে হাতিখেদা মন্দির। জামশেদপুর স্টেশন থেকে প্রায় ৪০ কিমি এই মন্দির। মন্দিরের সার্বিক পরিস্থিতি দেখুন এএনএম নিউজে।