হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন- শুধুমাত্র বায়োডাইভার্সিটি সংরক্ষণই নয় তার সঙ্গে এনার্জি ফ্লোয়ের ওপরও মডেল তৈরি করলেন পড়ুয়ারা- তাক লেগে যাবে আপনারও- রইল মডেল

হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের মডেলের ভিডিও রইল।

author-image
Aniket
New Update
e

নিজস্ব সংবাদদাতা: চন্দননগরে চলমান পরিবেশ মেলায় এবার একসাথে দুইটি বিষয়ের ওপর মডেল তৈরি করে তাক লাগিয়ে দিলেন  হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের পড়ুয়ারা। বায়োডাইভার্সিটি সংরক্ষণের পাশাপাশি এনার্জি ফ্লোয়ের ওপরও মডেল তৈরি করেছেন তারা।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ চন্দননগরে একটি পরিবেশ মেলার আয়োজন করেছে। মিশন লাইফ-এর উপর ভিত্তি করে প্রতিদিন ১০ টি স্কুল তাদের মডেল নিয়ে অংশগ্রহণ করছে। ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে ড. কল্যাণ রুদ্র, WBPCB-এর চেয়ারম্যান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। রইল হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের পড়ুয়াদের মডেল ও তাদের বক্তব্যের ভিডিও-