পিতৃ দিবস: প্রথম পালিত হয়েছিল ১০০ বছরেরও বেশি আগে, জানলে অবাক হবেন

পিতৃ দিবস প্রথম পালিত হয়েছিল ১০০ বছরেরও বেশি আগে। ১৯০৮ সালে প্রথম পালিত হয় পিতৃ দিবস।  

author-image
Aniket
New Update
f

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ ১৮ জুন বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে পিতৃ দিবস। যে মানুষটা প্রতিদিন নিঃস্বার্থ ভাবে কার্যত সংসারের ব্যাকগ্রাউন্ডে থেকে সংসারের প্রত্যেকটি মানুষের জন্য নিজের শরীরের এক এক বিন্দু ঘাম উৎসর্গ করেন, আজ তাকে ভালোবাসা উৎসর্গ করার দিন। আমরা অনেকেই মায়ের প্রতি নিজের ভালোবাসা অনায়াসে প্রকাশ করলেও বাবার প্রতি আমাদের ভালোবাসা নীরবই থেকে যায়। তবে আজকের দিনে অনায়াসেই বাবাকে জড়িয়ে ধরে বলতেই পারেন, "বাবা আমি তোমাকে ভালোবাসি"। এখন আসা যাক পিতৃ দিবসের ইতিহাসের কোথায়। ধারণা করা হয়, ১৯০৮ সালে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়। সেই বছর পিতৃ দিবস পালন করা হয় ৫ জুলাই। তবে পিতৃ দিবসের ইতিহাসে ভূমিকা নিয়েছেন সোনোরা স্মার্ট ডট। সোনোরার মায়ের মৃত্যুর পর তার বাবা উইলিয়াম স্মার্ট ডট সোনারাকে মা বাবা দুইজনের আদর দিয়েছিলেন। তার বাবা একা হাতে ৬ সন্তানকে মানুষ করেছিলেন। পরে সোনারা ১৯০৯ সালের ৫ জুন তার বাবার আত্মত্যাগের জন্য পিতৃ দিবস পালন করেন। সোনারা ৫ জুন দিনটিকে বিশ্বব্যাপী পিতৃ দিবস হিসাবে পালনের জন্য স্পোকেন মিনিস্ট্রিয়াল অ্যালায়েন্সের কাছে আবেদন করেন। ১৯২৪ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি নোটিশ দিয়ে পিতৃদিবসকে আনুষ্ঠানিক ভাবে অনুমোদন করেন। এরপর ১৯৬৬ সালে প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবারকে পিতৃদিবস হিসাবে পালনের জন্য ধার্য করা হয়।