অফবিট : দুবলাগাড়ি! না গেলেই মিস

আপনি কি সমুদ্রপ্রেমী? ভাবছেন ১ দিনের জন্য কোথায় ঘুরে আসা যায়? তাহলে অবশ্যই দেখুন ভিডিওটি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
aaaaaaa

 

দিগ্বিজয় মাহালী, ওড়িশা : আমরা ওড়িশার বড় বড় পর্যটন কেন্দ্রের নাম শুনেছি।কিন্তু দুবলাগাড়ি নামটা অনেকের কাছেই অজানা। কারন এখনও সেই ভাবে এই জায়গার পরিচিতি নেই। তবে আপনাদেরকে  এই জায়গার পরিচিতি করাবে এএনএম নিউজ। কারন এই জায়গায় আপনি না গেলে বুঝতেই পারবেন না, কাছাকাছি একদিন বেড়িয়ে আসার এত সুন্দর জায়গা রয়েছে। হ্যাঁ, আমরা যেই অফবিট জায়গার কথা বলছি তার নাম হল "দুবলাগাড়ি সী বিচ" কলকাতা,খড়গপুর বা মেদিনীপুর থেকে  ওড়িশার জলেশ্বর থেকে প্রায় ৪০ কিমি এগিয়ে যেতে হবে বালেশ্বরের দিকে। হাইওয়ের ওপরই পড়বে হলফিপোতা স্টপেজ। সেই স্টপেজ থেকে বাম দিকে ১৭ কিমি গেলেই পড়বে দুবলাগাড়ি সী বিচ।এখনও অনেকেরই এই জায়গা অচেনা।কলকাতা থেকে প্রায় ২৫০ কিমি এবং খড়গপুর থেকে প্রায় ১৩০ কিমি রাস্তা। যারা এই জায়গার সন্ধান ইতিমধ্যেই পেয়েছেন তারা বারে বারে ঘুরে আসেন এই জায়গা।সী বিচের পাশাপাশি বাড়তি পাওয়া হল ঝাউবন,ছোটো ছোটো কটেজ,টেন্ট, আর রাতের আলোকসজ্জা।এই এলাকায় প্রায় ১০-১৫ টি কটেজ রয়েছে।পুরোটাই প্যাকেজ সিস্টেমে বুক করতে হয়৷ ব্রেকফার্স্ট,লাঞ্চ,ডিনার, টিফিন পুরোটাই প্যাকেজ।যার মূল্য মাথা পিছু ১৮০০ টাকা। তাই দেরি না করে  শীতের মরশুমে অবশ্যই ঘুরে আসতে পারেন এই অফবিট দুলাগাড়ি সী বিচ থেকে।

hire