সানগ্লাস পরলে ক্ষতির আশঙ্কাও কম নয় !
সানগ্লাস ঠিকমতো না পরলে এর থেকে চোখের ক্ষতি হতে পারে। যে কোনও চশমার নোজব্রিজ অর্থাৎ নাকের উপর থাকা অংশটি একটি গুরুত্বপূর্ণ অংশ। সেটি ঠিক জায়গায় না থাকলে চোখে ইউভি রশ্মি ঢুকতে পারে।
সানগ্লাস ঠিকমতো না পরলে এর থেকে চোখের ক্ষতি হতে পারে। যে কোনও চশমার নোজব্রিজ অর্থাৎ নাকের উপর থাকা অংশটি একটি গুরুত্বপূর্ণ অংশ। সেটি ঠিক জায়গায় না থাকলে চোখে ইউভি রশ্মি ঢুকতে পারে।
নোজব্রিজ ঠিক জায়গায় না থাকলে পাশাপাশি নাকের উপর ও দুই পাশে অযথা চাপ পড়ে। যার ফলে ওই অংশের ক্ষতি হয়।
অনেক সময় সানগ্লাসের চশমা ইউভি রশ্মি আটকাতে পারে এমন কাঁচ দিয়ে তৈরি হয় না। সে সানগ্লাস পরে আদতে চোখের কোনও উপকার হয় না। বরং অপকার হওয়ার আশঙ্কা থাকে।
{{ primary_category.name }}