ইয়ারবাড ব্যবহার করেন ? জানেন এর ক্ষতিকর দিকগুলি কি কি ?

কানের সংক্রমণের কারণ হতে পারে ইয়ারবাড।

author-image
Adrita
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি জানেন ইয়ারফোন বা ইয়ারবাড আপনার কানের কত ক্ষতি করছে ? স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় ওয়্যারলেস ইয়ারবাডসের ব্যবহারো অনেকাংশে বেড়ে গিয়েছে। যার ফলে এটি মানব জীবনের এক সর্বনাশ করছে।

Safe listening with headphones

বিশেষজ্ঞরা বলছেন যে, দীর্ঘদিন ধরে ইয়ারফোন ব্যবহার করলে এতে ব্যাকটেরিয়া এবং ছত্রাক জমে যেতে পারে যা কানে পৌঁছে সংক্রমণ ঘটাতে পারে। এছাড়াও, ইয়ারবাড ব্যবহারের কারণে কিছু মানুষের অ্যালার্জির সমস্যা হতে পারে, যার কারণে কানে চুলকানি, লালভাব এবং ফোলাভাব দেখা যেতে পারে। কানে ব্যথা, ফোলা, জ্বালা-ভাবের মতো কোনো সমস্যা হতে পারে। 

Life A2 NC, True Wireless Earbuds Soundcore US, 56% OFF

Add 1