জানেন গঙ্গা স্নানের মূল তাৎপর্য ?

গঙ্গা নদীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়।

author-image
Adrita
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা পালন করা হয়। চলতি বছর ১৬ জুন গঙ্গা দশেরা উদযাপিত হতে চলেছে। শাস্ত্র মতে বলা হয় যে, এই দিনের ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করলে তা শুভ হয়। 

গঙ্গা দশেরা: কবে পালিত হয়? স্নান দানের সঠিক সময় জানুন - এবেলা.live

পুরাণ বলে যে, রাজা ভগীরথের পূর্বপুরুষদের অভিশপ্ত আত্মাকে শুদ্ধ করতে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। গঙ্গা দশেরার জল সংরক্ষণ, স্নান এবং জল দান করা পুণ্যের। এটিই গঙ্গা স্নানের মূল তাৎপর্য।  

Add 1