পুজোর আগে থেকেই ভোগের লাবড়া, খিচুড়ির জন্য বাজার করা থেকে শুরু করে বহু বাড়িতে প্রথা মেনে বাণিজ্য তৈরি তৈরির জন্য এসে গিয়েছে কলাগাছের অংশবিশেষ। পদ্মফুল সমেত, মোয়া নাড়ু সহকারে এই পুজো পালিত হতে চলেছে।

লক্ষ্মীপুজোর দিন দেবীর পুজোর বেদীর আশপাশে রেখে দিন কয়েন বা মুদ্রা। সোনার গয়নাও অনেকে রাখেন। ধনদেবীর আরাধনায় সংসারে আরও অর্থাগম চাইলে, এমন পন্থা অনেকেই অবলম্বন করে থাকেন।

লক্ষ্মী পুজোর দিন বাড়িতে আনতে পারেন তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ থাকলে তা এই দিন থেকে নিয়মিত পুজো করতে পারেন। এতে অর্থকষ্ট দূর হয়। মনে করা হয়, তুলসী স্বয়ং নারায়ণের রূপ। তাই এই গাছ ঘরে আসলে সৌভাগ্য বাড়বে।