২০২৪-এর ক্যালেন্ডার এর সঙ্গে হুবহু মিল রয়েছে গত শতাব্দীর একটি ক্যালেন্ডারের। ১৯৯৬ এবং ২০২৪ এই দুই ক্যালেন্ডার বছরেরই প্রথম দিন শুরু সোমবার দিয়ে। প্রসঙ্গত দুটি বছরই লিপইয়ার বা অধিবর্ষ।

১৯৯৬ সালের সঙ্গে আরও একটি চমকপ্রদ সাদৃশ্য রয়েছে চলতি ক্যালেন্ডার বছরের। ১৯৯৬ সালে অলিম্পিকের আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। এই বছর অলিম্পিকের আসর বসতে চলেছে প্যারিস শহরে। এরই মাঝে শুরু হয়েছে পুরোনো ক্যালেন্ডার সংগ্রহের ধুম। ই-বে সাইটে ১৯৯৬ সালের বহু ক্যালেন্ডার ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

ক্যালেন্ডারগুলির দাম অবশ্য আকাশছোঁয়া। ৫০ ডলার থেকে ২০০ ডলার মূল্য বিক্রি হচ্ছে ক্যালেন্ডার, যা ভারতের হিসেবে ৪ থেকে ৬ হাজার টাকার কাছাকাছি।