নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কটা দিন পরেই শুরু হতে চলেছে নতুন বছর। এই আবহে জেনে নিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস, যেগুলি নতুন বছরের আগে আপনার অবশ্যই করা উচিত। আসুন জেনে নেওয়া যাক।
নতুন বছরের বাড়িতে যদি আপনি এই জিনিস গুলি রাখেন, তবে আপনার বাড়ি সমৃদ্ধিতে ভরে উঠবে। সেগুলি হল:
শ্রীকৃষ্ণের বাঁশি:- শ্রীকৃষ্ণের বাঁশিকে ভীষণই পবিত্র বলে মনে করা হয়। শাস্ত্র মতে বলা হয় যে, বুধবারে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে, তা আপনার সংসারে মঙ্গল এনে দেবে। তাই নতুন বছরে বাস্তুশাস্ত্র অনুসারে বাঁশি কিনে এনে বাড়িতে রাখুন। এটি আপনার বাড়িকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে।
গণেশের মূর্তি:- সিদ্ধিদাত্রী গণেশকে যেকোনো শুভ কাজের আগে পুজো করা হয়। তাই নতুন বছর আপনার সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে নতুন বছরের আগেই বাড়িতে গণেশের মূর্তি স্থাপনা করে পুজো করুন। বাস্তুশাস্ত্র মতে জানা যায় যে, বাড়িতে গণেশের মূর্তি রাখলে বাস্তু সংক্রান্ত সমস্যা দূর হয়।
/anm-bengali/media/media_files/3JLi07iFjN0lPqRGDHqh.jpg)
ময়ূরের পালক:- বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূরের পালককেও শুভ বলে মনে করা হয়। তাই আপনার বাড়িতে নতুন বছরের আগেই, ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য ময়ূরের পালক নিয়ে আসুন নববর্ষের প্রথম দিনে পুজো করে এই ময়ূরের পালকটিকে পরম নিরাপদে রাখুন। এর ফলে আপনার আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে।
/anm-bengali/media/media_files/oQicEkG5AVy3MWkJfThj.jpg)
কামধেনু গাভী:- শাস্ত্রমতে মনে করা হয় যে, নতুন বছরে গরুর পূজা করলে তা সারা বছর আপনার বাড়িতে শান্তি এনে দেয়। এছাড়াও, গরু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, তাই আপনার সংসারে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বজায় থাকবে। এই কারণে নববর্ষের প্রথম দিনে বাড়িতে আনুন রূপোর তৈরি কামধেনু গরুর। এই কামধেনু গরু যদি আপনার বাড়িতে থাকে, তবে আপনার আর্থিক কষ্টও দূর হয়ে যাবে।