১৯৪১ সাল, নেতাজির গৃহবন্দী

নেতাজির গৃহবন্দীর বিষয়ে জানুন। 

author-image
Aniket
New Update
নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত কিছু উক্তি, যা দেশবাসীকে অনুপ্রেরণা যোগায়

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১৯৪১ সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়। এই সময় তার বাড়ি নজরদারিতে রাখা হয়। তবে তারপরেও নেতাজিকে আটকে রাখতে পারা যায়নি।  তিনি আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালাতে সক্ষম হন। পালানোর কয়েকদিন আগে, তিনি নিঃসঙ্গ থাকার অজুহাতে ব্রিটিশ রক্ষীদের সাথে দেখা করা এড়িয়ে চলেন। এছাড়াও কৌশলে তিনি লম্বা দাড়ি রেখেছিলেন। ১৯৪১ সালের ১৭ জানুয়ারি, গভীর রাতে তিনি পাঠানদের বেশভূষা ধারণ করে পালিয়ে যান। সুভাষচন্দ্র বসুর সঙ্গে ছিলেন তার ভাগ্নে শিশির কুমার বসু।