নিজস্ব সংবাদদাতা: বিশ্বের প্রায় ৮৫টি দেশে শ্রমজীবী মানুষদের শ্রদ্ধা জানাতে ১লা মে শ্রমিক দিবস পালন করা হয়। জেনে নেওয়া যাক দেশের কোথায় কেমন ভাবে উদযাপন করা হয় এই মে দিবস-
আর্জেন্টিনা - আর্জেন্টিনা তে মে দিবসে সাধারণত ছুটি থাকে এবং সরকারিভাবে উদযাপন করা হয়।প্রধান যে শহর গুলি রয়েছে সেখানে শোভাযাত্রার আয়োজন করা হয়।১৮৯০ সালে প্রথম আর্জেন্টিনায় শ্রমিক দিবস পালন করা হয়।
বলিভিয়া - বলিভিয়াতে মে দিবসের দিন ছুটি থাকে এবং এদিন সমস্ত শ্রমিক দিনটিকে সম্মান করে।
ব্রাজিল - ব্রাজিলে ছুটি হিসেবে পালন করা হয় এবং শ্রমিক ইউনিয়ন যে গুলো রয়েছে তারা দিনব্যাপী আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করে।
ব্রিটেন - ব্রিটেনে ১লা মে সকল শ্রমিকদের ছুটি দেওয়া হয় এবং তাদের সন্মান জানাতে নানারকমের বর্ণাঢ্য অনুষ্ঠানও হয়ে থাকে।