নিজস্ব সংবাদদাতা: প্ৰয়াগরাজে মহাকুম্ভের স্নান চলছে। আজ দ্বিতীয় দিনের মহা অমৃত স্নানের দিন। মহাকুম্ভ স্নানে সুদূর জাপান থেকে এসেছেন যোগমাতা কেইকো আইকাওয়া। তিনি বলেছেন, "আমি খুব উত্তেজিত বোধ করছি। আমি সবাইকে আশীর্বাদ করছি।"