নিজস্ব সংবাদদাতা : মহা কুম্ভ মেলা এলাকায় পিএস ঝুনসি সীমানার এক তাঁবুতে গতকাল আগুন লেগে বিপত্তি ঘটেছে। সম্প্রতি স্থানীয় প্রশাসন আগুন লাগার কারণ সম্পর্কিত একটি তথ্য প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী জানা গিয়েছে, চা তৈরির সময় একটি গ্যাস সিলিন্ডার লিক হয়ে গীতা প্রেসের রান্নাঘরে আগুন ধরে। এর ফলে রান্নাঘরের মধ্যে থাকা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
আগুনের কারণে শ্রী সঞ্জীব প্রয়াগওয়ালের মালিকানাধীন ৪০টি খড়ের কুঁড়েঘর ও ৬টি তাঁবু পুড়ে গেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তরপ্রদেশ সরকারের তথ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।