নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভে গিয়ে বিপদে পড়লে মশকিল আসান হবে একবার ফোন করলেই। যে কোনও জরুরি পরিস্থিতিতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে নবান্নের তরফে চালু হল হেল্পলাইন নম্বর। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে চালু করা এই নম্বরটি হল ০৩৩২২১৪-৩৫২৬। আর টোল ফ্রি নম্বরটি হল ১০৭০। বাংলা থেকে বহু মানুষ প্রতিদিন প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিতে যাচ্ছেন। দীর্ঘ ১৪৪ বছর পর ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে দ্বিতীয় 'শাহী স্নান' ছিল। প্রয়াগরাজে মহাকুম্ভের বিপর্যয়ে কোনও বাঙালি আটকে আছেন কিনা তা জানার জন্য ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকারের সঙ্গে।