নিজস্ব প্রতিনিধি: চোখের সামনে মুহুর্তের মধ্যে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু, প্রয়াগরাজের ঘটনার ছবি এখনও চোখে ভাসছে ডেবরার বাসিন্দা রথীন মিদ্যার, অল্পের জন্য প্রানে বেঁচে ফিরেছেন তিনি। আজ সকালে ডেবরার বালিচকে নিজ বাড়িতে বসে সেই অভিজ্ঞতা জানালেন তিনি।
/anm-bengali/media/post_attachments/4222b3b8-108.png)
গত ২৫ শে জানুয়ারি নেতাজী এক্সপ্রেস ধরে ডেবরার বালিচক থেকে ১২ জন মিলে গিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ২৬ তারিখ পৌঁছে ২৮ তারিখ রাতে স্নান করতে যান পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকের বাসিন্দা রথীন মিদ্যা। ভোরে স্নান করার পর ঘুরে তাকাতেই দেখেন মুহুর্তের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। যেকোনো উপায়ে কাঁটাতার পেরিয়ে প্রানে বেঁচেছেন তিনি।গতকাল বাড়িতে এসেও ঘুম নেই তার, মনে হচ্ছে তিনি ভিড়ের মধ্যে চাপা পড়ে যাচ্ছেন। শনিবার সকালে চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে অভিজ্ঞতা জানালেন বালিচকের বাসিন্দা রথীন মিদ্যা।