১২ বছর পর এবছর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা (Maha Kumbh)। সোমবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে দেড় মাস। মহাকুম্ভ মেলাকে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব হিসেবে চিহ্নিত করা হয়। প্রতিবার লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম ঘটে এখানে। এই মহাকুম্ভ মেলায় এবার ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে।
এবছর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় উপস্থিত হলেন ব্রাজিলিয়ান সাধু। সংবাদমাধ্যমের সামলে তিনি হাসিমুখে বললেন, মোক্ষ লাভের উদ্দেশ্যে তিনি এসেছেন এখানে। তিনি ভারতকে পৃথিবীর
আধ্যাত্মিকতার কেন্দ্র বলে উল্লেখ করলেন। মুখে হাসি রেখে তিনি বললেন, প্রয়াগরাজ শান্তিপূর্ণ
একটি স্থান। এখানে এসে ভীষণ ভালো লাগছে তাঁর।