ক্রোধের আগুনে ফুটছে সারা দেশ! তার মধ্যেই যুদ্ধ থামাতে বললেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী
উত্তপ্ত হয়ে রয়েছে সাম্বা সেক্টরের সীমান্তবর্তী এলাকা! রাত থেকে এখনও পর্যন্ত গুলির লড়াই অব্যাহত
আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনার প্রয়োজন নেই, সারা দেশে পর্যাপ্ত পরিমাণেই রয়েছে জ্বালানি, জানালো ইন্ডিয়ান অয়েল
কোন পরিস্থিতিতে রয়েছেন গুজরাটের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বসলেন প্রধানমন্ত্রী
ভারতে ভয়! পকিস্তান ছেড়ে পালালো দাউদ ইব্রাহিম, বলছে সূত্র
সারা রাত ধরে গুলির লড়াই উড়তে! লেফটেন্যান্ট গভর্নরের কাছে আতঙ্কে কেঁদে ফেললেন স্থানীয় বাসিন্দারা
পাঞ্জাবে উচ্চ সতর্কতা জারি! গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন রাজ্যপাল
বিনিদ্র রাত! সীমান্তবর্তী পরিস্থিতির ওপর সারা রাত নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জম্মুর সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের! আবারও বড় ধরনের হামলাক ছক পাকিস্তানের

মহালয়া : দেবীর প্রাণ প্রতিষ্ঠার আগেই চক্ষুদান!

সামনেই দুর্গাপুজো। বাঙালিরা শ্রেষ্ঠ উৎসবের আনন্দ উদযাপন করবে। রথের দিন থেকেই শুরু হয়ে যায় খুঁটি পুজো। তারপর মহালয়ায় চক্ষুদান। দেবী পক্ষের শুরু।

author-image
Pallabi Sanyal
New Update
111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা :  দুর্গাপুজোর সপ্তমীতে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হলেও ত্রিনয়ণা দেবীর চক্ষুদান হয় মহালয়ায়। মহালয়া দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে। এই সময় থেকেই সূচনা হয় দেবী পক্ষের। মহালয়ার দিন স্নান সেরে একজন শিল্পী কুশের অগ্রভাগ দিয়ে প্রথমে মায়ের তৃতীয় নেত্র অঙ্কন করেন।এরপর আঁকেন বাম চোখ ও তারপর ডান নেত্র। পুরোহিত এই সময়ে জপ করেন মন্ত্র। এমনই হয়ে আসছে।
মহালয়ার অর্থ হল মহা আলয়।সেক্ষেত্রে দেবী দুর্গাই হলেন এই আলয় বা ভক্তের আশ্রয় স্থল। দেবীপক্ষে চক্ষুদান করে দেবীর আগমনের বার্তা ছড়িয়ে দেওয়া হয় দিকে দিকে।